ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রাক চাপায় অটোরিক্সা চালক নিহত, আহত ২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ৯ এপ্রিল ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল এবং অটোরিক্সা  দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। এ সময় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোচালক নিহত হয়। 

অটোরিক্সা চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি।

এ সময় গুরুতর আহত উসমান নামের এক যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আরেকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি