ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে স্কাউট দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৯ এপ্রিল ২০২২

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে স্কাউট দিবস। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মাস্ক বিতরণ করা হয়। 

স্কাউট দিবস শুরু হয় মেহেরপুর সরকারী কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর পালিত হয় নানা ধরণের কর্মসূচি। 

দিবসটি উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়, যা শেষ হয় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে। পরে সরকারী মহিলা কলেজের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল আহম্মেদ, জেলা রোভারের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফররুখ আহম্মেদ, সহকারি কমিশনার ওয়াজেদুল হক, জাহির হোসের চঞ্চল, ওয়াহিদুজ্জামান সহ রোভার সদস্য ও গার্ল ইন রোভাররা। 
আরএমএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি