ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের উদ্দেশ্যে মোংলা ছেড়েছে জাহাজ কামরুজ্জামান

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৮, ৯ এপ্রিল ২০২২

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এক্সারসাইজে অংশগ্রহণের জন্য মোংলার কোস্টগার্ড সদর দপ্তর থেকে ছেড়ে গেছে সিজিএস কামরুজ্জামান। 

শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শুভেচ্ছা সফরে যাত্রা শুরু করে জাহাজটি। পথিমধ্যে জাহাজটি ভারতের চেন্নাই ও শ্রীলংকার কলম্বো বন্দর সফর করবে।

শুভেচ্ছা সফরে যাওয়া কামরুজ্জামান জাহাজের অধিনায়ক হিসেবে রয়েছেন ক্যাপ্টেন এম কিবরিয়া হক। এছাড়া এই জাহাজে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক ও ৮ জন অসামরিক ব্যক্তি সফরে রয়েছেন। 

জাহাজটি মোংলা ত্যাগের আগে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাহিনীটির নানা সংস্কৃতির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। 

এসময়ে জাহাজে কর্মরত সকল কর্মকর্তা ও নাবিকদের পরিবার উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান। 

সফর শেষে আগামী ৩০ এপ্রিল জাহাজটি মোংলায় প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি