ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৫ নারী আহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ৯ এপ্রিল ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় জমা জমি নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ৫ নারী আহত হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে অভিযোগ দেয়া হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কয়লা বাজারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়লা গ্রামের মৃত আবু বক্কার দফাদারে ছেলে রফিকুল ইসলামের সাথে জমি জায়গা নিয়ে শহিদুল দফাদারের ছেলে আলেক হোসেন বিরোধ চলে আসছে। শনিবার সকাল ১১টার দিকে বিরোধ পূর্ণ স্থানে ঘর বাধা নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের মধ্যে সেলিনা খাতুন (৩৬), মনোয়ারা বেগম (৩২), নুর জাহান (২৭), নাছরিন (২৫), লাইলি খাতুন (২৬) আহত হয়। আহতদের কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি