ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতির অনন্য দৃষ্টান্ত মৌলভীবাজার: জয়সওয়াল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ৯ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:৩১, ৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ভারতীয় সহকারী হাই-কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, মৌলভীবাজারে ইসলাম ও সনাতন ধর্মালম্বী উভয়ের মধ্যে অনিন্দ্য সুন্দর মিল রয়েছে। এটি সম্প্রীতির এক অনন্য বৈশিষ্ট্য। আমি দু’বার শ্রীমঙ্গলে এসে উভয় ধর্মের মানুষের মধ্যে এমন সৌহার্দ্য দেখে আপ্লুত হয়েছি। 

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল নির্মাই শিববাড়ীতে বাসন্তী পূজা উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। এ সময় আরো বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও ডা. হরিপদ রায়।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই-কমিশনারকে শ্রীমঙ্গল নির্মাই শিববাড়ীতে বাসন্তী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা।

এ সময় ভারতীয় সহকারী হাই-কমিশনার ও তাঁর সহধর্মী সম্মানে আয়োজন করা হয় বিশেষ নৃত্যনাট্য ও সংগীতানুষ্ঠানের। এর আগে হাই-কমিশনার শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় পরিদর্শন করেন এবং শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বোদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি