ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে বিস্ফোরক আইনে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ৯ এপ্রিল ২০২২

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম জাফর আহামদ (৪৩)। সে বিস্ফোরক আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

শনিবার দুপুরে চৌমুহনী পৌরসভা হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাফর আহমদ ওই এলাকার আবদুস সোবহানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল পৌর হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেগমগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাফর আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ আসামী গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পলাতক ছিল।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ারেন্ট ছাড়াও ওই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১টি মাদক মামলা ও ২টি চাঁদাবাজি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি