ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুর সদর আ’লীগের সভাপতি চুন্নু সম্পাদক মোমিনুল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ১০ এপ্রিল ২০২২

মেহেরপুর সদর উপজেলা আওয়মী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচতি হয়েছেন বোরহান উদ্দিন চুন্নু ও সাধারণ সম্পাদক হয়েছেন মোমিনুল ইসলাম।

কাউন্সিল শেষে শনিবার রাত ১২টার দিকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

বোরহান উদ্দিন চুন্নু আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সাথে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। মোমিনুল ইসলাম আওয়ামী লীগের বাড়াদি ইউনিটের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
 
এর আগে দীর্ঘ ছয় বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে সম্মেলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগিয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য পারভিন জাহান কল্পনা, সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রুসলসহ নেতৃবৃন্দ। 

সম্মেলনে জেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে আসা সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপরে দ্বিতীয় ধাপের কাউন্সিল শুরু হয়। মেহেরপুর টাউন হলে আয়োজিত কাউন্সিলে তিন শতাধিক ভোটারের ভোটে নির্বাচিত হয় সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। 

সম্মেলনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে সেজেছিল মেহেরপুর শহর।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি