শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন শুনানি দুপুরে
প্রকাশিত : ১১:২১, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:৩৩, ১০ এপ্রিল ২০২২
মুন্সিগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের জামিন শুনানি রোববার। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে দুপুরে শুনানী হওয়ার কথা রয়েছে।
মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য গত ৪ এপ্রিল আবেদন করেন তার আইনজীবী।
গেলো ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান ক্লাসে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করে। ২২ মার্চ ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় মণ্ডলকে আটক করা হয়। একইদিন ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিদ্যালয়ের অফিস সহকারী আসাদ।
এএইচ/
আরও পড়ুন