ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

পরকীয়ার জেরে হত্যা, চারজনের ফাঁসির রায়

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:২৫, ১০ এপ্রিল ২০২২

চাঞ্চল্যকর হত্যা মামলার রায় শুনতে আদালতে ভীড় করেন অসংখ্য মানুষ

চাঞ্চল্যকর হত্যা মামলার রায় শুনতে আদালতে ভীড় করেন অসংখ্য মানুষ

রাজশাহীর তানোরে পরকীয়ার জেরে মিষ্টির দোকানের কর্মচারি প্রকাশ সিং (২০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহীর তানোরের চোরখৈর গ্রামের মৃত জলধর সিংয়ের ছেলে বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫), ছেলে সুবোধ সিং (২০) ও নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিন্নাত আলী মণ্ডলের ছেলে বাদল মণ্ডল (৪৬)। 

রায় ঘোষণার সময় চারজনই আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০২১ সালের ২৮ মার্চ তানোরের চোরখৈর গ্রামের প্রকাশ সিং বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন মাঠে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার পিতা নির্মল সিং বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রকাশ রাজশাহী নগরের একটি মিষ্টির দোকানের কর্মচারি ছিলেন।

তবে লকডাউনের কারণে একমাস ধরে বাড়িতে ছিলেন প্রকাশ সিং।

পুলিশী তদন্তে উঠে আসে নিহত প্রকাশ তার চাচী অঞ্জলী রানী ও বাদল মণ্ডলের পরকীয়া জেনে যান। এতে ক্ষুদ্ধ হয়ে চাচী অঞ্জলী, চাচা বিমল সিং, চাচাতো ভাই সুবোধ সিং ও কথিত প্রেমিক বাদল মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। 

পুলিশ এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্যগ্রহণ, তথ্য উপাত্ত ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায় ঘোষণা করে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি