ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩০, ১০ এপ্রিল ২০২২

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন রমজান মোল্লা (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ী। 

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালানোর সময় একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বলে জানিয়েছে যশোর গোয়েন্দা পু্লিশ।

রোববার (১০ এপ্রিল) ভোরে আটক করা হয় এই অস্ত্র ব্যবসায়ীকে। তিনি দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, “গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাকা রাস্তার পাশে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে  রমজান মোল্লাকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করে।”

তিনি আরও জানান, আটক রমজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি