ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১০ এপ্রিল ২০২২

জয়পুরহাটের কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে থুপসাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ ওই রাতেই আবুল হোসেন মন্ডল (৭৪)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বৃদ্ধ থুপসাড়া মহল্লার মৃত আব্দুল জোব্বার মন্ডলের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, শিশু কন্যার বাড়ির পাশে বৃদ্ধ আবুল হোসেন এর মুদি দোকান। শুক্রবার জুমার নামাজের সময় ওই শিশুটি আবুল হোসেনের দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় বৃদ্ধ শিশুটিকে তার দোকানের ভেতরে বসতে দিয়ে খাবার দেয়। পরে দোকানের দরজা লাগিয়ে শিশুর শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তখন ওই শিশু চিৎকার করতে থাকে। 

এ সময় নামাজে যাওয়া মুসল্লিরা তার দোকানের সামনে আসলে আবুল হোসেন ওই শিশুকে ছেড়ে দেয়। পরের দিন শনিবার দুপুরে মা তার শিশুকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে কামড়ের দাগ দেখতে পায়। পরে ওই শিশু তার মা-বাবাকে এ ঘটনা জানান। ওই রাতেই শিশুর বাবা বাদী হয়ে বৃদ্ধ আবুল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। 

বৃদ্ধের ছেলে বাবলু হোসেন মন্ডল বলেন, এ ঘটনা সত্য না। পারিবারিক দ্বন্দের জেরে আমার বাবাকে ফাঁসানো হয়েছে। এরও বিচার হবে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন বলেন, এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর একজনকে গ্রেফতার করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি