ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ওয়ান শুটার গানসহ আটক ১ 

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৫, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় অস্ত্রসহ এক যুবক আটক হয়েছে। আটককৃতের নাম হাবিবুর রহমান (৩৮)। সে উপজেলা পৌর সদরের ঝিকরা গ্রামেরে মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

রোববার (১০ এপ্রিল) র‌্যাব-৬ সাতক্ষীরা জানায়, শনিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আলাইপুর গ্রামে কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান নেয়।

বিষয়টা স্থানীয়রা র‌্যাব-৬ কে অবগত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‌্যাব-৬ সাতক্ষীরা কাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি আটক হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশিয় অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার হয়। র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ইশতিয়াক হোসাইন বলেন, জব্দ করা আলামতসহ আটককৃত হাবিবুর রহমানকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি