ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

নিখোঁজের ১৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ১০ এপ্রিল ২০২২

পটুয়াখালীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর আরমান (১৫) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছ পুলিশ। রোববার দুপুর তিনটায় খলিসাখালী খেয়াঘাট সংলগ্ন লাউকাঠী নদীর পাতাবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরমান বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের কালাম মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরমান গতকাল দুপুর বারোটায় বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাকে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে আজ দুপুরে তার লাউকাঠী নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি