ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির পাশে জিয়ার ছবি দেয়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১০ এপ্রিল ২০২২ | আপডেট: ২৩:৪২, ১০ এপ্রিল ২০২২

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ছবির পাশে ঘাতক জিয়ার ম্যুরাল স্থাপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই সঙ্গে অবিলম্বে জিয়ার ম্যুরাল সরিয়ে নেয়ার দাবি জানানো হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে,'কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর পাশে ঘাতক জিয়ার প্রতিকৃতি স্থাপন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই সঙ্গে অবিলম্বে খুনী জিয়ার ম্যুরাল সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী খুনী জিয়া একজন অবৈধ সামরিক শাসক। খুনী জিয়া বিনা বিচারে হাজার হাজার মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও সৈনিকদের হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল হোতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনী জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন খলনায়ক হিসেবে পরিচিত। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাশে ঘাতক জিয়ার প্রতিকৃতি স্থাপন ও সংরক্ষণে জড়িত থাকার দায়ভার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কখনোই এড়িয়ে যেতে পারেনা। স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের নাকের ডগায় এমন বিতর্কিত প্রতিকৃতির অবস্থান নিঃসন্দেহে কোন হীন উদ্দেশ্যে বাস্তবায়নের সুক্ষ্ম ইঙ্গিত দেয়। নির্মিত ম্যুরালে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অস্পষ্ট ও বিকৃত করা হয়েছে অপর পক্ষে খুনী জিয়ার প্রতিকৃতি উজ্বল, অবিকৃত ও সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। দল এবং প্রশাসনে ওঁত পেতে থাকা স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসরদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এহেন কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক জিয়ার ম্যুরাল সরিয়ে ফেলতে হবে এবং এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবে।'
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি