ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০২, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ০০:০৩, ১১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চকশিতা গ্রামে ৬ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। ওই শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে কিশোর সংশোধন কারাগার কেন্দ্রে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলের দিকে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় বখাটে ওই কিশোর তাকে ফুসলিয়ে পাশের পরিত্যাক্ত বাসায় নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে সে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসলে ওই শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ওই শিশুকে রাজশাহী মেডিকেল ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুর পিতা বাদী শনিবার রাতে ওই কিশোরকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করার পর রোববার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি