ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে নাপিতকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪১, ১১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গ্রামে এক নাপিত কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক শীল (৩৬) শিবপুর গ্রামের গজেন শীলের পুত্র। স্থানীয়রা ধারণা করছে, বিদেশে যাবার টাকা লেনদেনের দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান ও নিহতের স্বজনেরা জানান, শিবপুর বাজারে নাপিতের কাজে কর্মরত মানিক গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

এরপর সোমবার সকালে রুপনাই নেপিয়ার ঘাসের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি