ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পায়রা বন্দরের ক্ষতি পূরণের টাকা তুলতে এসে হামলার শিকার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:৫৫, ১১ এপ্রিল ২০২২

সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান ভুক্তভোগীরা

সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান ভুক্তভোগীরা

পায়রা বন্দরের অধিগ্রহণের টাকা তুলতে এসে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বন্দর সংলগ্ন বানাতি বাজার এলাকার একাধিক ব্যক্তি।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিক প্যাদা জানান, বানতি মৌজায় চার পরিবারের প্রায় ২৭৭ একর জমি সরকার পায়রা বন্দরের জন্য অধিগ্রহণ করে। সেই টাকা তুলতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেলে কুংফু নাসির, এজাজ হেসেন, আতাউলসহ চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের জিম্মি করে দফায় দফায় চাঁচা আদায় করে। 

তারা টাকা দিতে না চাইলে মারধর করা হয়। গতকাল রোববারও তাদের কয়েকজনের উপর হামলা হয়েছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 

দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি