ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১১ এপ্রিল ২০২২

চেক তুলে দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

চেক তুলে দিচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই চেক বিতরণ করেন। 

এসময়ে ৪০ জনের মাঝে ১৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৮ জনকে ৩০ হাজার টাকা করে, ১২ জনকে ৪০ হাজার টাকা এবং ২০ জনকে ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয়। 

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি