ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অটো চুরি দেখে ফেলায় চালককে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ১১ এপ্রিল ২০২২

গাজীপুরে রাতের আধারে অটোচালকের ঘরের সিঁদ কেটে ভেতরে ঢোকে চোর। বিষয়টি দেখ ফেলায় চালককে শ্বাসরোধে হত্যার পর তার অটো নিয়ে কেটে পড়ে চোর।

রোববার রাতে শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাতের কোন এক সময় সিঁদ কেটে ঘরে ঢোকে চোর। অটো চুরির সময় দেখে ফেলায় শ্বাসরোধে আনোয়ার নামে ওই চালককে হত্যা করা হয়। পরে ঘর থেকে অটো নিয়ে পালিয়ে যায় চোর। সকালে স্বজনরা খালি ঘরে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও পুলিশ। 

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে দেখে ফেলায় এমন হত্যাকাণ্ড। তবে হত্যা ও অটো চুরির সঙ্গে কারা জড়িত তা জানতে পারেনি পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি