ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:০৭, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটির বরকল উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ।
বরকল উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, লুঙ্গি, শাড়ি, সেলাই মেশিন ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ’সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বরকল হরিনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিফ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মুছা মাতব্বর উপস্থিত ছিলেন। গত ১৩ জুন প্রবল বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি জেলায় ১২০ জনের মৃত্যু হয়। এছাড়া, বরকল উপজেলায় বন্যা ও পাহাড় ধসে কয়েশ’ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি