ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ১১ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয় ট্রেন।

সোমবার (১১ এপ্রিল) দুপর দেড়টার দিকে ওই উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহমিনা (২১), তার দের বছরের ছেলে তাওহিদ ও শ্বশুর আইবুল (৬০)।  

রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম জানান, আইবুল তার পুত্রবধূ তাহমিনা ও নাতি তাওহিদকে নিয়ে হাতিয়া থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঘাটাইলে ফিরছিলেন। এ সময় অটোরিকশাটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের নিচে পড়ে। 

এতে ঘটনাস্থলে দাদা আইবুল ও নাতি তাওহিদের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাহমিনার মৃত্যু হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি