ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

খাদে বসে বোনা হয় বলেই নাম খাদি (ভিডিও)

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১২ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:০০, ১২ এপ্রিল ২০২২

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে আজ অব্দি সুনাম ধরে রেখেছে কুমিল্লার খাদি। বর্ণিল বৈচিত্র্যে গুরুত্বও কমেনি পোশাকটির।

খাদ বা গর্তে বসে তাঁতে কাপড় বোনা হয় বলেই এর নাম খাদি বা খদ্দর। এখন হয়ে উঠেছে আরও রঙিন, নিত্য-নতুন ডিজাইনে তৈরি হচ্ছে। ফলে খাদির কদর বাড়ছে দেশজুড়ে। রপ্তানি হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ উন্নত বিশ্বে থাকা বিপুলসংখ্যক বাঙালির কাছেও।

এক ব্যবসায়ীরা জানান, “ঈদের সময়ে খাদি পোশাক-পরিচ্ছদের ব্যাপক চাহিদা তৈরি হয়। তার কারণ ফ্যাসন আছে, পড়ে আরাম পাওয়া যায়।”

“ব্রিটিশ বিরোধী স্বদেশি আন্দোলনে বিদেশি পণ্য বর্জন করা হয়েছিল। সেই বিদেশি পণ্য বর্জন করার সুবাদে এই দেশি পণ্যটিকে মানুষের সামনে নিয়ে আসা হয়েছিল। তখনকার সময়ে খাদিটা খুবই জনপ্রিয় হয়েছিল।”

“সারা বিশ্বের যে খাদি সেটা এখানেই পাওয়া যায়, অন্য কোথাও নেই।”

কুমিল্লার কয়েকটি উপজেলায় সহস্রাধিক তাঁতি পরিবার এ শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে। সূতা ও রংয়ের উচ্চ মূল্যসহ নানা প্রতিকূলতায়ও তারা টিকিয়ে রেখেছে পেশাটিকে।

তারা জানান, “যে তুলাটা পাওয়া যেত সেটা এখন পাওয়া যায়না। বেশিরভাগ ক্ষেত্রে তুলাটা চরকা দিয়ে কাটতে হয়। সব গেছে মিলে বা ফ্যাক্টরিতে।”

সরকারিভাবে এর ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে, জানান সংশ্লিষ্টরা।  

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস বলেন, “ঋণের ব্যবস্থাসহ খাদি শিল্প প্রসার করার জন্য একাধিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

খাদি পোশাকের আরও প্রসারে এতে বিশেষ নজরদারি প্রয়োজন বলেও মনে করেন কারিগররা। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি