ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ঘর ধসে ৪ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪৮, ১২ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের পরিত্যক্ত একটি টিনশেড ঘর ধ্বসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি টিনশেড ঘরে পড়াশোনা করা হতো। দীর্ঘদিন আগে স্কুলটির কার্যক্রম আধাপাকা ভবণে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে পরিত্যক্ত টিনশেড ভবনটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

আজ দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ টিনের ঘরটি ভেঙে পড়ে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়। 

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আহতেদর উদ্ধার করে জেলা সদর হাসপাতালের পাঠায়। 
আহতদের স্বজনরা অভিযোগ করেন, পরিত্যক্ত এই ঘরটি ঝূকিপূর্ণ হওয়ার বিষয়টি বার বার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। 

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অভিযান পরিচালনা করে আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে ১নং শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির সার্বিক তদন্ত চলছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি