ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ইলিশ নিয়ে বিপাকে মাছ ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখকে ঘিরে প্রতিবছর সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও ইলিশ মাছের ভালো বেচাকেনা হলেও এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। মাত্র দুদিন সময় থাকলেও এবারে ইলিশের বেচাকেনা নেই বললেই চলে।

প্রতিবছর ইলিশের দাম বাড়লেও এবার উল্টো কমেছে। এতে করে প্রচুর ইলিশ মাছ উঠিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা।

ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “প্রতিবছর পহেলা বৈশাখকে ঘিরে নানাধরনের অনুষ্ঠান হয়। মানুষের মাঝে ইলিশ কেনার ধুম পড়ে যায়। কিন্তু এবার পহেলা বৈশাখ রমজানের মধ্যে পড়ায় তেমন কোন অনুষ্ঠান নেই, তেমনি ইলিশ কেনার তেমন আগ্রহ নেই। তারপরেও বাজারে এসেছিলাম, দাম কম দেখে একপিস ইলিশ কিনলাম।”

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, প্রতিবছর পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের প্রচুর চাহিদা থাকে। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এবারেও পর্যাপ্ত মাছ উঠিয়েছি। কিন্তু এবারে রমজান মাসের মধ্যে পহেলা বৈশাখ পড়ার কারণে ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়ার আয়োজন না থাকায় ইলিশ বিক্রি নেই। যার কারণে ইলিশের তেমন বেচাকেনা নেই বললেই চলে। 

পর্যাপ্ত পরিমাণ ইলিশ উঠিয়ে এখন বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

দু’সপ্তাহ আগে কেজির বড় সাইজ ইলিশ বিক্রি হয়েছিল ১ হাজার ৮শ’ টাকা দরে। বর্তমানে তা কমে ১ হাজার ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৪শ’ টাকা করে। 

তারপরেও বিক্রি নেই ইলিশের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি