ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় শাড়ি ও পিকআপ ভ্যানসহ ২ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১১২৮ পিস ভারতীয় শাড়িসহ তাদের আটক করা হয়। 

আটককৃত চোরাকারবীরা হলেন, ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া এলাকার আহম্মেদ উল্লাহ ছেলে সুমন আহম্মেদ শেখ ও চাঁদপুরের ফরিদগঞ্জের বিল্লাল খানের ছেলে মুনির হোসেন খাঁন। 

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আসামীরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানের মাধ্যমে ভারতীয় শাড়ী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি