ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে আটকে পড়েছে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ট্রেন চালকরা কর্মবিরতি পালন করায় গাজীপুরের বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বেশ কয়েকটি যাত্রিবাহী ট্রেন।

বুধবার সকালে জয়দেবপুর রেলস্টেনের মাস্টার মোঃ রেজাউল ইসলাম জানান, ট্রেনের রানিংস্টাফ ও কর্মচারীরা মাইলেচসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা দুটি ট্রেন জয়দেবপুর স্টেশনে আটকা পড়েছে।

তবে, সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে জয়দেবপুরে কোন ট্রেন আসেনি।

এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি স্টেশনে আরও কয়েকটি ট্রেন আটকা পড়েছে। 

এসমস্ত ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি