ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রেন ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ১৩ এপ্রিল ২০২২

কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই সাড়ে আট ঘণ্টার রেল ধর্মঘটে দুর্ভোগের শিকার হয়েছেন  ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা। এই জেলা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

তবে ১২ টার পর চালক ও রানিং স্টাফরা রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের দাবি পূরণের আশ্বাসে এ ধর্মঘট থেকে সরে আসে।

ভোগান্তির শিকার যাত্রীরা জানান, ট্রেন বন্ধের বিষয়ে কোন রকম পূর্ব ঘোষণা না দেওয়ায় সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে তারা দুর্ভোগের শিকার হয়েছেন। 

দেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রেলস্টেশন দিয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ বিভিন্ন গন্তব্যে ৬ থেকে সাত হাজার যাত্রী চলাচল করে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে রেলমন্ত্রী, রেলসচিব ডিজিসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হন।

এসময় রেলমন্ত্রী বলেন, “রানিং স্টাফদের দাবি ন্যায্য। তাদের হয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাকে ও সচিবকে আলোচনায় ডেকেছেন। সেখানে প্রধানমন্ত্রী বিষয়টির ফয়সালা করবেন।”

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি