ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কাদিরাবাদ সেনানিবাসে এক রিক্রুটের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১৩ এপ্রিল ২০২২

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের জাহিদুল ইসলাম (১৯) নামে এক রিক্রুটের মৃত্যু হয়েছে। জাহিদুলের ৪০ সপ্তাহ ট্রেনিংয়ের মাত্র নবম সপ্তাহ চলছিল।

বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে জাহিদুলের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কাদিরাবাদ সেনানিবাসে তার মৃত্যু হয়। হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানায় পুলিশ।

খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

মৃত জাহিদুল ইসলাম বরগুনা জেলার তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের মোঃ আবু হানিফ সিকদারের ছেলে এবং ২০২২-এর ২২৬১৯ নং রিক্রুট ছিলেন তিনি। তার প্লাটুন নং- ৬০৯।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিক্রুট জাহিদুল ইসলামের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। তার ৪০ সপ্তাহ ট্রেনিংয়ের মাত্র নবম সপ্তাহ চলছিল বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি