ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ১৩ এপ্রিল ২০২২

আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

Ekushey Television Ltd.

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পরাজিত মেম্বারপ্রাথী কবির ও বর্তমান মেম্বার হেলাল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালের দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্যামপুর গ্রাম ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হেলাল মেম্বার ও পরাজিত কবির মেম্বার গ্রুপের সাথে সংঘর্ষ লেগেই আছে। এরই জের ধরে বুধবার সকালে ক্লোজার বাজারে দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও গোলাগুলির ঘটনা ঘটে। 

এতে হেলাল মেম্বার গ্রুপের লোকজনের গুলির আঘাতে কবির মেম্বার গ্রুপের দুজন গুলিবিদ্ধ হযন। আহত হয় আরও ৪ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি