ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে মাদক বিক্রেতার ১০ বছর কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১৩ এপ্রিল ২০২২

নাটোরে ইয়াবা ও হেরোইন বিক্রির দায়ে ওমর ফারুক (৩৪) নামে এক মাদক বিক্রেতার ১০ বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের দণ্ড দেওয়া হয়েছে।
 
বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদক বিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ওমর ফারুককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিচ ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা।

পরে এসআই মামুন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 
মামলার স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে ওমর ফারুককে ১০ গ্রাম হেরোইন রাখার দায়ে ১০ বছর এবং ইয়াবা রাখার জন্য ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন। 

পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু ১০ বছর সাজার সময়েই ৩ বছর সাজা একই সাথে চলবে। ফলে ১৩ বছরের স্থলে আসামিকে ১০ বছরের দণ্ডাদেশ ভোগ করতে হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি