ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৩ এপ্রিল ২০২২

কবি ও সাংবাদিক সাজ্জাদ আনসারীকে আহ্বায়ক ও রফিকুজ্জামান মল্লিক তুষারকে সদস্য সচিব করে সম্প্রীতি বাংলাদেশের জামালপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আ হ ম আব্দুল লতিফ, ড. মাহবুব মোমতাজ, আলী আজাদ মোল্লা, হিল্লোল সরকার, তামান্না সালেহীন (কবিতা), পিটিশিন সাংমা, মো. আলী মুর্শেদ দীজু ও মো. শফিকুল ইসলাম সোহেল।

এছাড়া সদস্য হিসেবে আছেন বিষ্ণু চন্দ্র, মোস্তফা মঞ্জু, সৈয়দ রেজাউল গনি জুয়েল, রেজাউল রাশেদ (রাসু), মো. রমজান আলী, হুমায়ূন কবীর, মাসুদুল হাসান মাসুদ, মাহবুব আলম রতন, শাহানা ফেরদৌসী (সম্পা), দিলশাদ, সরস্বতী রাণী রাজভর, আনোয়ারুল ইসলাম, মো. মাহবুব আলম লাভলু, শাহীন রহমান, আলামিন আকন বাদশা, সজল দেব, মিনু নাম, তাহেরা ইয়াসমিন (সাথী), রকিবুল হাসান বিদ্যুৎ, এফ এইচ লিয়ন, অচিন্ত কুমার দেব ও সাইফ আহম্মেদ। 

এএইচএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি