ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বৈশাখে ২ দিন বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫২, ১৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:৫৯, ১৩ এপ্রিল ২০২২

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ১৪ এপ্রিল সরকারি ছুটি এবং ১৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি। এই উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশে ১ বৈশাখ বৃহস্পতিবার সরকারি ছুটি ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ও ভারতে সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বাংলাদেশে ও শুক্রবার ভারতে ১ বৈশাখে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি হবে না। শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চলবে। 

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দু‘দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দু‘দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি