ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৮

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ১৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত, পলাতক আসামী ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে রনি (৩২), একই গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ (২৮), দক্ষিণ বারোপোতা গ্রামের মৃত মহর আলীর ছেলে মুকুল হোসেন (৩৫), গাজিপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান (৪২), কাগজপুকুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৪৫), বোয়ালিয়া গ্রামের মৃত খালেকের ছেলে ইদ্রিস আলী (৪২), কাগজপুকুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে
মফিজুর (৩২) ও কাগমারী গ্রামের শিহাব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ৫০০ গ্রাম গাঁজা ও একজন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৮ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিকেলে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি