বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রায় বাগেরহাটে বর্ষবরণ
প্রকাশিত : ১২:০৩, ১৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:০৬, ১৪ এপ্রিল ২০২২
নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯কে বরণ করেছে বাগেরহাটবাসী।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়।
পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে সাতদিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকলকে নিয়ে অডিটোরিয়াম চত্বরের বৈশাখী মেলা ঘুরে দেখেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের আয়োজনে সাতদিনব্যাপি এই মেলায় নাগরদোলা, নৌকা দোলাসহ ৩০টি স্টল অংশ নিয়েছে।
২০ এপ্রিল সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
এএইচ/
আরও পড়ুন