ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

একুশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ১৪ এপ্রিল ২০২২

বাংলাদেশের সর্ব প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাগেরহাট প্রতিনিধি এইচএম মইনুল ইসলামের আয়োজনে র‌্যালীতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, বাগেরহাট হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

সন্ধ্যায় একুশে টেলিভিশনের বাগেরহাট কার্যালয়ে কেককাটা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি