ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ১৪ এপ্রিল ২০২২


চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে একুশের ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু সভাপতিত্বে বক্তব্য রাখেন গম্ভীরা গানের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবু আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, গম্ভীরা শিল্পী ফাইজুর রহমান মানি ও ফিরোজ আহমেদ হিরক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন মামুন, জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য প্রভাষক আখতারুজ্জামান মন্টু, প্রতিবন্ধী সংগঠন ডিপিওডি’র সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়।

আলোচনা সভায় বক্তরা বলেন, একুশে টিভি দেশে সাংবাদিকতার পথ প্রদর্শক, গণমাধ্যমে সৃষ্টি করেছে নতুনধারা। তারা জনপ্রিয় স্যাটেলাইট একুশে টেলিভিশনের উত্তর উত্তর মঙ্গল ও সম্মৃদ্ধি কামনা করেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালী চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি