ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে একুশের প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের একুশে টেলিভিশনের ২৩তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহদ এমপি।

একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান মিতালী দত্ত, অধ্যাপক মুয়িজুর রহমান, কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। 

পরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি