ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে একুশের ২৩ বছরে পদার্পণ উৎসব পালিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১৪ এপ্রিল ২০২২

নানা আয়োজনে গাজীপুরে একুশে টেলিভিশনের ২৩ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহার প্রতিষ্ঠিত ভুবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ভূমি জামাল হোসেন, অফিসার ইনচার্জ আকবর আলী খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক, ডা: সিরাজ উদ্দিন, অধ্যক্ষ আলাউদ্দিন, মোঃ আজিজুর রহমান, প্রবীণ সাংবাদিক মান্নান শরীফ।

এছাড়া এসএ টিভির প্রতিনিধি শাহজাহান মিয়া, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফারদিন ফেরদৌস, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, সময় টেলিভিশনের প্রতিনিধি রাজিবুল হাসান, একুশে টেলিভিশনের প্রতিনিধি অপূর্ব রায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি