ভোলায় একুশের বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:০২, ১৪ এপ্রিল ২০২২
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহী চৌধুরী, বিশেষ অথিথি ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বিজেপি জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্ল্যাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম ফারুকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আবু তাহের, আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
অনুষ্ঠানে একুশে টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু স্বাগত বক্তব্য রাখেন।
অতিথিরা বলেন, স্বাধীনতার পরে দেশের সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টেলিভিশন। দেশের ক্লান্তি লগ্নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই টেলিভিশন।
তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা বলবে একুশে টেলিভিশন, মেহনতি মানুষের সুখ-দুখের কাহিনী উঠে আসবে একুশে টিভির পর্দায়। একুশে টেলিভিশনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা্।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু, প্রবীন সাংবাদিক মোকাম্মেল হক মিলন, সময় টেলিভিশন ও দৈনিক সমকালের নাসির লিটন, এনটিভির আফজাল হোসেন, যমুনা টেলিভিশনের এইচ এম জাকির, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মনিরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের কামরুল ইসলাম, এটিএন বাংলার সিদ্দিকুর রহমান, সংবাদ সংস্থা বাসস প্রতিনিধি হাসনাইন আহম্মেদ মুন্না।
চ্যানেল টুয়েন্টি ফোরের আদিল হোসেন তপু, বিটিভির মোহাম্মদ তইয়্যবুর রহমান, জেলা ছাত্রলীগ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, আনন্দ টিভির মো. রুবেল, ছাত্র সমাজের ছাত্রনেতা টিমন, গ্লোবাল টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ অনিক, দৈনিক আমাদের মাতৃভূমির বেল্লাল নাফিজ, ভোলার বাণীর রিপোর্টার আরিফ, ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক শিল্পী শারমিন জাহান শ্যামলীসহ একুশে টেলিভিশন দর্শক ফোরামের সদস্যবৃন্দ একুশের জন্মদিনের শুভকামনা ও শুভেচ্ছা জানান।
এএইচ/
আরও পড়ুন