ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নানান কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ উদযাপিত

ঠাকুরগাঁও প্রতিনিধি    

প্রকাশিত : ২০:২০, ১৪ এপ্রিল ২০২২

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই শ্লোগানকে সামনে নিয়ে নানান কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সাকে কুরাইশি, সাধারণ সম্পাদক দিপক কুমারসহ সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

পরে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কেআই// 


  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি