ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে একুশে টেলিভিশনের ২২তম বর্ষপূর্তি পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ১৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে কেককাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের ২২তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হিলি বাজারস্থ লালসবুজ বার্তা পত্রিকা কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বুকল। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা। 

এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ডিবিসি টেলিভিশনের হিলি প্রতিনিধি মাসুদুল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাজ্জাদ হোসেন, মাছরাঙা টেলিভিশনের হালিম আল রাজী, আরটিভির আব্দুল আজিজ, যায়যায় দিনের প্রতিনিধি রমেন বসাক, বাংলা টিভির কুদ্দুস আলী, এসটিভির লুৎফর রহমান, দেশ রুপান্তরের নজরুল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, আলোকিত সীমান্তের স্টাফরিপোর্টার ইনামুল হক, জয়পুরহাটের খবরের মোয়াজ্জেম হোসেন, লালসবুজ বার্তার স্টাফ রিপোর্টার ফারহান ইসলাম, ইমরুল কায়েস, হিলি বার্তার স্টাফরিপোর্টার মোস্তাকিম হোসেনসহ অনেকে। 

আলোচনাসভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুলকে কেক খাওয়ায়ে দেন। পরে একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুল উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদকে কেক খাওয়ায়ে দেন। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
কেআই//


 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি