ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে একুশে টেলিভিশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৬, ১৪ এপ্রিল ২০২২ | আপডেট: ২৩:১৯, ১৪ এপ্রিল ২০২২

বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে কেককাটা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একুশে টেলিভিশনের বাগেরহাট কার্যালয়ে বর্নাঢ্য আয়োজনে কেককাটা হয়। পরে ইফতার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

বাগেরহাট প্রতিনিধি এইচএম মইনুল ইসলামের আয়োজনে পুলিশ পরিদর্শক আশরাফুল আলম, বাগেরহাট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি