ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ১৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ইটিভির সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। এসময় একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জিটিএন সম্পাদক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা আহম্মদ মোস্তফা খান বাচ্চু, আমজাদ হোসেন মাষ্টার, আব্দুল কাদের মিয়া, বিএনপি নেতা সাইদুল ইসলাম, একুশে ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, সহ-সভাপতি কাজী এহসানুল হাসান সন্টু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, ভিক্ষুক, প্রতিবন্ধী, তাঁত শ্রমিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে দোয়া মাহফিলে একুশে টেলিভিশনের উত্তর-উত্তর সাফল্য ও বিশ্ব মহানবতার মঙ্গল কামনা করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি