ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তিন দিনের ছুটিতেও পর্যটক নেই সমুদ্র সৈকতে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৫ এপ্রিল ২০২২

পহেলা বৈশাখসহ টানা তিনদিনের সরকারি ছুটিতে পর্যটকশূন্য কক্সবাজার ও সাগরকন্যা কুয়াকাটা। সৈকতের দুয়েকটি পয়েন্টে কিছু সংখ্যক স্থানীয় পর্যটক দেখা গেলেও দূর-দূরান্ত থেকে আসেনি কোন পর্যটক। 

পহেলা বৈশাখের সাথে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি। অথচ পর্যটনশূন্য কক্সবাজার সমুদ্রসৈকত।

পর্যটক না থাকায় অধিকাংশ হোটেল-মোটেল, কটেজ ও রেস্টুরেন্টগুলো অলস পড়ে আছে। বিচ বাইক, ভ্রাম্যমাণ হকার, দোকানদার ও ফটোগ্রাফারদের বেশিরভাগ এখন বেকার।

একজন ফটোগ্রাফার বলেন, "প্রতি বছরই এই সময় জমজমাট থাকে, তবে এবারে রোজার কারণে পর্যটক নেই।"

একজন বিক্রেতা জানান, "এবারে একবারেই পর্যটক নেই।"

পর্যটকদের যারা এসেছেন তাদের অধিকাংশই আশপাশের জেলা উপজেলা থেকে। পহেলা বৈশাখে সৈকতে নানা আয়োজনের কথা থাকলেও তার কোনো উপলক্ষই দেখেনি কেউ। 

সৈকতে ঘুরতে আসা একজন জানান, "আগের মত কোনো উৎসব এবারে নেই।"

আরেকজন বলেন, "তবে এবারে আবহাওয়া খুব সুন্দর আছে তাই ভালো লাগছে।" 

হোটেল-মোটেল মালিক সমিতি বলছেন, রমজানের কারণে তিন দিনের ছুটিতেও আসেনি দূরের পর্যটক। তবে ঈদের ছুটিতে অনেক বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। 

একই চিত্র সাগরকন্যা কুয়াকাটাতেও। পর্যটক না থাকায় হতাশ সেখানকার সবাই। আশা করছেন,  ঈদে ক্ষতি কাটিয়ে উঠবেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি