ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৫ এপ্রিল ২০২২

সোহেল খান

সোহেল খান

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের সোহেল খান (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে লোহাগড়ার পূর্বদিঘলিয়া গ্রামে তাকে হত্যা করা হয়। 

নিহত সোহেল খান কুমড়ি গ্রামের বদির খানের ছেলে। তার মাথা, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোহেল খান স্ত্রীসহ তার শ্বশুরবাড়ির উঠানে বসে গল্প করছিলেন। বাড়ির পাশে হঠাৎ শব্দ পেয়ে সেদিকে যান তিনি। এ সময় পাঁচ থেকে সাতজন লোক সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাজিয়া সুলতানা ঠেকাতে গিয়ে ডান হাতে সামান্য আহত হন। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সোহেলের স্ত্রী।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। নড়াইল সদর হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি