ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১৫ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম মো. সজিব (৩৫)। সে পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে। 

শুক্রবার দুপুরে র‌্যাব ১৪ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় মো. সজীবের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
কেআই//  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি