ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ১৫ এপ্রিল ২০২২

কক্সবাজারের কুতুবদিয়া পৃথক বজ্রপাতে ২ জন শ্রমিক নিহত হয়েছে। এসময় সুশিলা দাশ (৩২) নামের এক নারী শ্রমিক আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পৃথক বজ্রপাতে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৫৫) ও অপরজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবনের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে। এসময় সাহাব উদ্দিন (৫৫) অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় নিহত হয়। সে পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র।

ওসি আরও জানান, একইদিন দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) বজ্রপাতের প্রচন্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি