ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জহুর আহমেদ চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:০৫, ১ জুলাই ২০১৭

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহুর আহমেদ চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী।
সকালে জহুর আহমেদ চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালামসহ চট্টগ্রাম উত্তর-দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা। এছাড়া, মরহুমের বাসায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় বক্তারা জহুর আহমেদ চৌধুরীর জীবনাদর্শ ধারণ করে দলকে সুসংহত করার আহ্বান জানান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি