ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

খাল ভরাট আর অবৈধ দখলের মহোৎসব (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ১৬ এপ্রিল ২০২২

খাল ভরাট আর অবৈধ দখলের মহোৎসবে বিপন্ন লক্ষ্মীপুরের পরিবেশ। পৌর এলাকার শত বছরের রহমতখালী খাল, রায়পুরের ডাকাতিয়া নদীসহ ২৫টি খাল বেদখলের পর স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। 

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ছিল ছোট-বড় ৭৮টি খাল। একসময়ে এসব খাল দিয়ে বিভিন্ন জেলার বড় নৌকা ও লঞ্চ-স্টিমার মালামাল নিয়ে যাতায়াত করতো। সে সময়ে এগুলো ছিল স্থানীয় যোগাযোগেরও মাধ্যম। তখন নদীর আকৃতিতে থাকলেও গত দুই দশক ধরে দখলদারদের কবলে পড়ে খালগুলো নালায় পরিণত হয়েছে। 

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও দখলে বন্ধ রহমতখালী খাল ও ড্রেনের বিভিন্ন স্থান। দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ।

স্থানীয়রা জানান, “এ অঞ্চলের পানি নামার পথ ছিল এটি। এখন রাস্তা ও ভরাটের কারণে পানি নামার কোন পথ নেই।”

আরেকজন জানান, “এক দিকে ছোট করা হয়েছে, আরেকদিকে ময়লা ফেলে খালটাকে ভরাট করা হয়েছে।”

দ্রুত এসব স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম বলেন, “জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা এবং খাল দখল এগুলো উদ্ধার করা হবে। এগুলোকে ইতিমধ্যে নোটিশ দেওয়া করেছি আমরা।”

দখলমুক্ত ও সংস্কার করে খালগুলোর অস্তিত্ব ফিরিয়ে আনার প্রত্যাশা স্থানীয়দের।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি