ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ১৬ এপ্রিল ২০২২

টাঙ্গাইল সদর উপজেলা থেকে এক হাজার তিন পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৬ এপ্রিল) ভোররাতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর উপজেলা রাবনা বাইপাস এলাকায় থেকে এ ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১২।

গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম মো. মহাবুল আলম (৩৫), পিতা- মৃত- মোজাম্মেল হক বিশ্বাস, সাং-জগন্নাথপুর, থানা- ঈশরদীয়। গ্রেফতারের সময় ব্যবসায়ীর কাছ থেকে ১০০৩ পিস ইয়াবা (যার অনুমানিক মূল্য-৩,০০,৯০০), ০২টি মোবাইল, ০২টি সিম কার্ড এবং নগদ-১০০০ টাকা পাওয়া যায়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান চালনা করে। 

গ্রেফতারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা করা হয়েছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি